খালেদার বিরুদ্ধে হত্যা মামলার দ্রুত তদন্তের নির্দেশ
মামলার অভিযোগ থেকে জানা যায়, চলামান অবরোধে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় হতাহতের সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। সে সবের সূত্র উল্লেখ করে বাদী এই মামলাটি করেন। আরজির বক্তব্য অনুযায়ী, গত ৫ জানুয়ারি থেকে সিলেট, গাজীপুর, নারায়ণগঞ্জ, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে এ পর্যন্ত ৪২ জনের মৃত্যু এবং সরকারের কোটি কোটি টাকা লোকাসান হয়েছে।
এসব হতাহতের ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গডফাদার হিসেবে উল্লেখ করে বাদী দণ্ডবিধির ৩০২/৩৪/১০৯/১২০-বি ধারায় বর্ণিত অপরাধ সংঘটনের অভিযোগে এ মামলাটি করেন। মামলার বাদী আসামিদেরকে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত করার জন্য আদালতের কাছে প্রার্থনা জানিয়েছেন। এর আগে রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল ছুঁড়ে মানুষ মারা ও কুমিল্লায় পেট্রোল বোমার অপর এক ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা হয়।