পুরুষাঙ্গের সমস্যা মেটাতে স্টিলের রড ঢোকালেন
এক চিনা ব্যক্তি নিজের যৌনজীবনকে আরও চাঙ্গা করতে পুরুষাঙ্গে ১৩ সেন্টিমিটার লম্বা লোহার রড ঢোকালেন। কিন্তু এতে ঘটলো বিপরীত ঘটনা। মিলনের সময় লোহার রডের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হল তাঁর মূত্রথলি।
৫২ বছরের চিনা নাগরিক কাং নিউ ডাক্তারদের জানিয়েছেন, প্রেমিকাকে সন্তুষ্ট রাখতেই এই কাণ্ড ঘটাতে বাধ্য হয়েছেন তিনি।
দ্য মিরর-এ প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, লোহার রড ঢোকালে তাঁর পুরুষাঙ্গ আরও দৃঢ় হবে, তিনি বেশিক্ষণ মিলনে সক্ষম হবেন। প্রথমবার এই কাণ্ড ঘটাতে গিয়েই তাঁর মূত্রথলিতে আঘাত লাগে। কিন্তু তাতেও না দমে মাসখানেক পর ফের এই চেষ্টা করেন কাং নিউ। এরপরেই ব্যাথায় কাতর হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে।
বিডি-প্রতিদিন/১২ অক্টোবর ২০১৪/জান্নাত