বিদেশ যেতে সঙ্গে নেওয়া যাবে ৫০০০ ডলার পর্যন্ত
বিদেশ ভ্রমণের সময় এখন থেকে সর্বোচ্চ পাঁচ হাজার মার্কিন ডলার সঙ্গে নিতে পারবেন ভ্রমণকারী। আগে বৈদেশিক মুদ্রা নেওয়ার এই সীমা ছিল তিন হাজার ডলার।
বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলারদের পাঠানো হয়।
সার্কুলারে আরও বলা হয়েছে, পাঁচ হাজার ডলারের কম সঙ্গে নিলে অবশিষ্ট অংশ অন্য বিদেশি মুদ্রায় নোট আকারে ইস্যু করা যাবে।
প্রাপ্যতার পুরো অংশ ইউএস ডলার বা অন্য অবাধ বিনিময়যোগ্য বিদেশি মুদ্রায় আন্তর্জাতিক কার্ডের (ক্রেডিট, ডেবিট, প্রিপেইড) মাধ্যমেও ইস্যু করা যাবে বলে সার্কুলারে বলা হয়।