মাছরাঙাতে এখন বিশ্বকাপ ক্রিকেট সরাসরি !
১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট ২০১৫। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। পাশাপাশি খেলার প্রথম ইনিংসের পর এবং ম্যাচ শেষে থাকছে ম্যাচ বিশ্লেষণমূলক অনুষ্ঠান ‘পাওয়ার প্লে’। সরাসরি এ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন খ্যাতিমান ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী। আরও থাকছে বিশ্বকাপের নানা দিক নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘ওয়ার্ল্ডকাপ ম্যানিয়া’। প্রতিদিন রাত ১০ টা ৩৫ মিনিটে প্রচারিত হবে এটি। ১৪ ফেব্রুয়ারি, শনিবার ভোর ৪ টায় শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে যাত্রা শুরু করা এই বিশ্বকাপ শেষ হবে ২৯ মার্চ।