Jerusalem: অশান্তি অব্যাহত জেরুসালেমে, আল-আকসা মসজিদে অভিযান ইজরায়েলি পুলিশের

Home

  জমি উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি জেরুসালেমে। মুসলিমদের পবিত্র ধর্মীয়স্থল আল-আকসা মসজিদে বিক্ষোভকারীদের উপর রাবার বুলেট ছোঁড়ে ইজরায়েলি পুলিশ। শুধু তাই নয়, স্টান গ্রেনেডও ছোড়া হয় ৷ যার জেরে গুরুতর আহত হন প্রচুর সংখ্যায় মানুষ ৷ আহত হন বেশ কিছু পুলিশকর্মীও ৷ জেরুসালেমের পবিত্র স্থানে এই ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়ায় ৷ ২৭৮ জনের বেশি মানুষ আহত হন ৷

ইসলামের তৃতীয় পবিত্র স্থল পূর্ব জেরুসালেমের এই আল-আকসা মসজিদ। সেখানেই দাঙ্গা পরিস্থিতি তৈরি হয় ইজরায়েলি পুলিশ ও প্যালেস্তিনীয় বিক্ষোভকারীদের মধ্যে। পবিত্র জেরুজালেম দিবসের আগে ওল্ড সিটিতে আল-আকসা মসজিদে ইজারায়েলীয় পুলিশের সংঘর্ষে আতঙ্ক আরও বেড়েছে ৷ তাই করোনাকালেও জেরুসালেম যে শান্ত নেই ৷ তা আর বলার অপেক্ষা রাখে না ৷ হামলায় আহতদের মধ্যে একটি সাত মাসের ইজরায়েলি শিশুও রয়েছে ৷ গাড়িতে ইটের আঘাতে মাথায় চোট পায় শিশুটি ৷ আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক ৷

রমজানের সময়ে প্যালেস্তাইনের মুসলিম অধ্যুষিত ওয়েস্ট ব্যাঙ্ক ও জেরুসালেমে উচ্ছেদের ঘটনাকে ঘিরে পরিস্থিতি অশান্ত হয় বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মসজিদের ভেতরে টিয়ার গ্যাস নিক্ষেপ করছ বাহিনী। মসজিদের অভ্যন্তরে নারীদের নামাজ পড়ার অংশেও স্টান গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।